বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন




এবার টি-টেনে নাম লেখালেন মোস্তাফিজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৬:২৬ am
bcb mostafiz fiz fij cricket Mustafizur Rahman fiz fij cricket মোস্তাফিজুর রহমান
file pic

mostafiz fiz fij cricket মোস্তাফিজুর রহমান
file pic

অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালের পর এবার টি-টেন লিগে নাম লেখালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কয়েক দিন আগেই নতুন করে ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।

সর্বশেষ এবার ড্রাফটে নাম উঠল মোস্তাফিজের। বিষয়টি নিশ্চিত করে টি-টেন কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে লিখেছে— ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থা চামেরা, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং টাইমাল মিলস সবাই #AbuDhabiT10 সিজন ৬ খসড়ার তালিকায় যোগ দিয়েছেন।

তামিম-মোস্তাফিজের পাশাপাশি ক্রিকেটের ছোট এ ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটাররা। এ ছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মতো ক্রিকেটারদের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD