শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫০ অপরাহ্ন




সাবিনা ও তার মাকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:২০ am
Captain Sabina Akter ফুটবল অধিনায়ক সাবিনা খাতুন
file pic

সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগমকে সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হুমায়ুন কবির, সাবিনার বড় বোন সালমা খাতুন ও সেজো বোন হালিমা খাতুন ও স্থানীয় প্রয়াত কোচ আকবর আলীর স্ত্রী রেহেনা আক্তার।

অনুষ্ঠানে সাবিনাকে এক লাখ টাকা পুরস্কার দেন জেলা প্রশাসক। সেইসঙ্গে সাবিনা ও তার মাকে ফুল, ক্রেস্ট এবং উপহার দেওয়া হয়। পাশাপাশি সাবিনাকে তিন লাখ টাকা পুরস্কার দেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ।

সংবর্ধনা পেয়ে প্রথমেই স্থানীয় কোচ আকবর আলীকে স্মরণ করেন সাফজয়ী সাবিনা। তিনি বলেন, ‘আমাকে ঘর থেকে খেলার মাঠে নিয়ে গেছেন আকবর স্যার। অনুশীলনের সময় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। সবকিছু মোকাবিলা করে স্যার আমাকে উৎসাহ দিয়েছেন, খেলোয়াড় হিসেবে তৈরি করেছেন। যেদিন থেকে জাতীয় দলে খেলছি সেদিন থেকেই সাফজয়ের আকাঙ্ক্ষা ছিল। সাফ ফুটবল কাপ দেশকে উপহার দেওয়ার প্রত্যাশা ছিল। প্রত্যাশা পূরণ হয়েছে। শুরু থেকে সাবিনা হওয়ার জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠানে সাবিনার মা মমতাজ বেগম বলেন, ‘সাবিনা এখন শুধু আমার নয়, বাংলাদেশের মেয়ে। সাবিনা যেন বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারে সে দোয়া করবেন সবাই। মা হিসেবে আমি গর্বিত।’

সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ বলেন, ‘দেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন সাতক্ষীরার মেয়ে সাবিনা। তার জন্য সাতক্ষীরার মানুষ গর্বিত। সাবিনা ও সাবিনার পরিবারের পাশে থাকবো আমরা।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘সাবিনার জন্য সারা দেশের মানুষ আজ গর্বিত। বিশেষ করে জেলার মানুষের মুখ উজ্জ্বল করেছেন সাবিনা। আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে সাবিনার পরিবারের পাশে থাকবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসিরুল হক, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী প্রমুখ।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD