শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:২১ অপরাহ্ন




ইসলামি বিশেষজ্ঞ ইউসুফ আল–কারজাভির ইন্তেকাল

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২ ২:৩৭ pm
Sheikh Yusuf Al-Qaradawi শেখ ইউসুফ আল-কারাদাওয়ি

খ্যাতিমান ইসলামি ব্যক্তিত্ব ইউসুফ আল-কারজাভি ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। সারা বিশ্বে একজন ইসলামি বিশেষজ্ঞ হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি।

সুন্নি মুসলিমদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত আল-কারজাভি একজন মিসরীয়; থাকতেন কাতারে। তিনি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান। পাশাপাশি ছিলেন মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা।

আল-কারজাভির ইন্তেকালের বিষয়টি আজ সোমবার তাঁর আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করা হয়।

বিভিন্ন ধর্মীয় বিষয়ে নিয়মিত আলোচনা করার জন্য আল-জাজিরা অ্যারাবিকে আল-কারজাভি ছিলেন একজন পরিচিত মুখ। মিসরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করার তীব্র সমালোচনা করেছিলেন তিনি।

প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মুরসিও ছিলেন মুসলিম ব্রাদারহুডের একজন সদস্য। তাঁর প্রতি ছিল ব্রাদারহুডের ব্যাপক সমর্থন।

মিসরের প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর আল-কারজাভি আর নিজ দেশে ফিরতে পারেননি। কেননা মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কর্মকাণ্ডের ঘোর বিরোধী ছিলেন আল-কারজাভি।

মুসলিম ব্রাদারহুড মিসরভিত্তিক হলেও প্রতিবেশী দেশগুলোয় এর সক্রিয় শাখা রয়েছে। ২০১১ সালে মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে ওঠার পেছনে সংগঠনটির বড় ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। মিসরে আল-কারজাভির অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, বিচারসম্পন্ন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD