রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ন




দেশের কোনো সড়কে টোল আদায় করা যাবে না

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২ ১১:০৬ am
রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp
file pic

গাড়ির গতি থামিয়ে দেশের কোনও সড়ক বা মহাসড়কে কোনও ধরনের টোল আদায় করা যাবে না। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের পৌর- ১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া সড়ক বা মহাসড়কে টোল আদায় করা যাবে না। নির্দিষ্ট টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল উত্তোলন না করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনে মেয়রদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

পৌরসভার মেয়রদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১ এপ্রিলের আদেশের আলোকে টার্মিনাল ছাড়া কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সব সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওই নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD