বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:১১ অপরাহ্ন




জ্বরের তাপমাত্রা জানাবে অ্যাপল ওয়াচ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ১১:৫০ am
Apple Watch অ্যাপল ওয়াচ আইফোন iphone অ্যাপল ইনকর্পোরেটেড মোবাইল ফোন মোবাইলফোন আইফোন অপারেটিং সিস্টেম আইওএস
file pic

অ্যাপলের পরবর্তী সিরিজের অ্যাপল ওয়াচ ৮-এ থাকছে তাপমাত্রার সেন্সর। এতে ধরা পড়বে ব্যবহারকারীর গায়ে জ্বর আসছে কিনা। এমনটিই জানিয়েছে ব্লুমবার্গের মার্ক গুরম্যান।

তিনি আরও জানান, এই অ্যাপল ওয়াচ তাপমাত্রার পরিমাণ জানাবে না। তবে ব্যবহারকারীকে সতর্ক করবে—তাকে ডাক্তারের কাছে যেতে হবে কিনা সে বিষয়ে। অবশ্য তাপমাত্রা পরিমাপের সেন্সরটি এখনও প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষার স্তর পার করে আসতে পারেনি।

সফল হলে এটি স্মার্টওয়াচ সিরিজ ৮-এ ব্যবহার হলেও অ্যাপল ওয়াচ এসইতে থাকবে না বলে জানা গেছে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, অ্যাপল ওয়াচের এই গুঞ্জন শুরু হয়েছে প্রায় এক বছর আগে থেকে। গুরম্যান প্রথম এর ধারণা দেন গত বছরের জুনে।

ওয়ালস্ট্রিট জার্নালের দেওয়া তথ্য অনুসারে এই সেন্সর তাপমাত্রা ছাড়াও ফার্টিলিটি ট্র্যাকিং-এ ব্যবহার করা হবে। অর্থাৎ অন্তঃসত্ত্বা হওয়ার প্রাথমিক ধারণা এবং কবে ওই নারীর মাসিক শুরু হতে পারে সেই সম্পর্কেও ধারণা দেবে অ্যাপল ওয়াচ। অবশ্য গুরম্যান তার সর্বশেষ রিপোর্টে শুধু জ্বরের কথাই বলেছেন।

তাপ পরিমাপের সেন্সর ছাড়া অন্যান্য হার্ডওয়্যারে তেমন কোনও পরিবর্তন থাকছে না বলে জানিয়েছেন গুরম্যান। তবে হায়ার-এন্ড মডেলে উন্নত ডিসপ্লে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

গুরম্যান ধারণা করছেন, সিরিজ ৮-এর প্রসেসর আগের এস৭ এবং এস৬-এর চিপের সমতুল্য হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD