বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন




বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ১২:১৩ pm

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুখপাত্রকে সার্বিক সহযোগিতা করার জন্য দুই জন‌কে সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হ‌য়েছে।
তারা হ‌লেন- বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক (ডিএস) মো. আনোয়ারুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম।

এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তি‌নি গত ৪ অক্টোবর অবস‌রে গে‌লে তার স্থলাভিষিক্ত হলেন জি এম আবুল কালাম আজাদ। এর আগে তি‌নি কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও সহকারী মুখপাত্রের দা‌য়িত্ব পালন ক‌রেন।

আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটরি পলিসি বিভাগ, গভর্নর সচিবালয় এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্সে দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান। আজাদের স্ত্রী রোকেয়া খাতুনও পরিচালক হিসেবে ব্যাংকের গভর্নর সচিবালয়ে কর্মরত রয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD