সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন




ত্বকের যত্নে কফি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ১১:৫০ am
Coffee কফি cofee cultivetion কফি চাষ সফল
file pic

ত্বকে ঝটপট উজ্জ্বলতা নিয়ে আসার পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে কফির প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। জেনে নিন কেন এবং কীভাবে কফি ব্যবহার করবেন ত্বকের যত্নে।

চোখের ফোলা ভাব দূর করতে

কুসুম গরম পানির সঙ্গে কফি মিশিয়ে তুলা ভিজিয়ে চোখের আশেপাশের ত্বকে লাগান। চোখের ফোলা ভাব কমে যাবে।

ব্রণ দূর করতে

কফিতে থাকা অ্যান্টি- ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সক্ষম। ভেজা ত্বকে কফির গুঁড়া লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। বানিয়ে নিতে পারেন একটি কার্যকরী প্যাকও। ৩ চা চামচ কফি, ১ টেবিল চামচ বেসন, ৩ চা চামচ মধু ও ২ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের যত্নে

কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

রুক্ষ ত্বকে প্রাণ ফেরাতে

ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে অলিভ অয়েল ও কফি মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক। এই দুই উপাদান অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বক করবে মসৃণ ও উজ্জ্বল।

দাগ দূর করতে

মেছতা বা যেকোনো ধরনের দাগ দূর করতে চাইলে কফির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD