দেশজুড়ে শুরু হয়েছে ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা।
এ বছর ৯ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী। তারা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন ৯৪ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা। এর মধ্যে এমসিকিউ বা বহুনির্বাচনী পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক বা সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে বিরতি থাকছে না।