শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন




শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারী বেড়েছে, কমেছে বিদেশি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ২:১৬ pm
শেয়ার বাজার শেয়ারবাজার dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange
file pic

গত এক মাসে দেশের শেয়ারবাজারে বেড়েছে বিনিয়োগকারীরার সংখ্যা। এসব নতুন বিনিয়োগকারীর মধ্যে যেমন পুরুষ বিনিয়োগকারী আছেন, তেমনি রয়েছেন নারী বিনিয়োগকারী। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। তবে এর মধ্যে কমেছে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা।

শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী আসায় গত এক মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেড়েছে পাঁচ হাজারের বেশি। এর সবগুলোই দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব। দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বাড়ার মধ্যেই গত এক মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে অর্ধশতাধিক।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম কার্যদিবস বা ২ অক্টোবর বিও হিসাব ছিল ১৮ লাখ ৪৮ হাজার ৯৮২টি, যা বেড়ে ৩ নভেম্বর দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ৩১৮টিতে। অর্থাৎ গত এক মাসে ৫ হাজার ৩৩৬টি বিও হিসাব বেড়েছে।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৩ লাখ ৮৪ হাজার ৫০৬টি। অক্টোবরের শুরুতে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৮০ হাজার ৩০৫টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৪ হাজার ২০১টি বেড়েছে।

অপরদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৪ লাখ ৫৩ হাজার ৫৭৪টি। অক্টোবরের শুরুতে এই সংখ্যা ছিল ৪ লাখ ৫২ হাজার ৫৭০টি। এ হিসাবে এক মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে এক হাজার ৪টি।

গত এক মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৩১টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৬ হাজার ২৩৮টি। অক্টোবরের শুরতে এই সংখ্যা ছিল ১৬ হাজার ১০৭টি।

এদিকে নারী, পুরুষ ও কোম্পানির বিও হিসাব বাড়লেও গত এক মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৬৩ হাজার ৪৩টি। অক্টোবরের শুরুতে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ১১৩টি। অর্থাৎ গত এক মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৭০টি।

অপরদিকে, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৭ লাখ ৭৫ হাজার ৩৭টি। অক্টোবরের শুরুতে ১৭ লাখ ৬৯ হাজার ৭৬২টি বিও হিসাব ছিল। অর্থাৎ গত এক মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৫ হাজার ২৭৫টি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD