সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ একদিন এগিয়ে ২০শে নভেম্বরের পরিবর্তে ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত দিনে এইচএসসি পরীক্ষা থাকায় সমাবেশের তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে।
রোববার দুুুপুরে সিলেট নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মোক্তাদির। এসময় তিনি বলেন, ২০শে নভেম্বর এইচএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সিলেট বিভাগীয় গণসমাবেশের তারিখ পরবির্তন করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে সমাবেশ অয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। এজন্য প্রশাসন ও সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী, সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগরের সাবেক সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।