গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরো ৮৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে আরো সাতজনের। স্বাস্থ্য অধিদপ্তরের এমনটাই জানিয়েছে।এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৪৯৭ জন। ঢাকার বাইরে ৩৭৮ জন। নতুন রোগীদের নিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ২৭০ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি এক হাজার ৯৮০ জন। ঢাকার বাইরে এক হাজার ২৯০ জন। সবচেয়ে বেশি ৩৩৮ জন রোগী ভর্তি চট্টগ্রাম বিভাগে। এরপর খুলনা বিভাগে ২৩১ জন।
৭ নভেম্বর পর্যন্ত গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ৯৫৮ জন। মৃত্যু ৩৬ জনের। অর্থাৎ, গড়ে প্রতি হাসপাতালে ভর্তি ৮৫১ জন। মৃত্যু পাঁচজনের বেশি। আগের মাস অক্টোবরের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা যায় ৮৬ জন।
চলতি বছর এ পর্যন্ত ৪৩ হাজার ৯৮২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু ১৬৪ জনের। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু ১০৫ জনের।