ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রুশ বাহিনী তার দেশের ৫০ এলাকায় হামলা চালিয়েছে।
সোমবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি রুশ বাহিনীর এ হামলার কথা জানান। খবর আনাদোলুর।জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলা সত্ত্বেও রুশনিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন।
তিনি বলেন, সব জায়গায় রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের বাধার মুখে পড়ছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তেমন শক্তিশালী নয় বলেও শিকার করেছেন জেলেনস্কি।ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে।