‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পৌঁছে যাবে’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সেই লক্ষ্যে যা করার আমরা তা শুরু করেছি।’তিনি বলেন, ‘এই লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আস্থাবান। এই স্বপ্ন বাস্তবায়ন তখনই হবে যখন তারা মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে গণপ্রকৌশলী দিবস ২০২২ ও আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যদি ২০০৮ সাল দেখি, সেসময় আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল ৫৬০ ডলার আর আজকে ৩ হাজার ডলার ছুঁইছুঁই করছে। এটিই হলো দূরদর্শী নেতৃত্ব, এটিই হলো দক্ষতা ও দেশপ্রেম। আমাদের লক্ষ্য একটাই, যেকোনো মূল্যে দেশকে উন্নত দেশে পরিণত করব।’এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৫ বছর পেছনে তাকান, কোথায় ছিলেন আপনারা আর আজকে কোথায়? সবকিছু সম্ভব হয়েছে, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব ও দূরদর্শিতার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন তিনি বাংলাদেশকে বদলে দেবেন ও ডিজিটাল বাংলাদেশ করবেন। সেসময় অনেকে অনেক কথা বলেছেন। আসলে, এগুলো নিয়ে তারাই কথা বলেছেন যাদের জ্ঞানের পরিধি ছোট তারা, যাদের দূরদর্শিতা ছিল না। আজ আমরা যদি ডিজিটাল জগতে প্রবেশ না করতাম তাহলে সেই অন্ধকার জগতেই পড়ে থাকতাম।’
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমরা প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি। আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হয় ২০০০০ মেগাওয়াট। তবুও আমরা লোডশেডিং করছি, সাশ্রয়ী পন্থা অবলম্বন করতে হয়েছে। যুদ্ধের ফলে ডিজেলের সংকট দেখা দিয়েছে। এলএনজির দাম কয়েক গুন বেড়ে গেছে।এমন অবস্থা সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।’ যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।
‘কারিগরি শিক্ষাকে জোরদার করার পাশাপাশি ২০৪১ সালে মধ্যে উন্নত দেশের স্বপ্ন পূরণে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সে লক্ষ্যে আইডিইবি কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবে যে জনশক্তি প্রয়োজন,সেটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জি. এ কে এম এ হামিদ। আরও উপস্থিত ছিলেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান।