সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন




১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ৩:২৬ am
dividend লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

এর মধ্যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পাঁচটি কোম্পানি, দুটি কোম্পানি নগদের সঙ্গে বোনাস এবং তিনটি কোম্পানি কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলো হলো ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস, তাল্লু স্পিনিং, গোল্ডেন সন ও মিথুন নিটিং।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে মঙ্গলবার কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

নগদ ও বোনাস যাদের

ইস্টার্ন লুব্রিক্যান্টস

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ারপ্রতি ৪ টাকা এবং ১০ শতাংশ বোনাস বা প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ১০টি নতুন শেয়ার দেবে কোম্পানি।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৫০ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়।

লভ্যাংশ পেতে হলে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে শেয়ার ধারণ করতে হবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত, কারণ ওই দিন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা বা এজিএম করবে ৪ ফেব্রুয়ারি।

মেঘনা সিমেন্ট মিলস

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ৫০ পয়সা এবং ৫ শতাংশ বোনাস বা ১০০টি শেয়ারের বিপরীতে নতুন আরও পাঁচটি শেয়ার দেবে কোম্পানি।

বছর শেষ কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৯০ পয়সায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর। আর তা অনুমোদনের জন্য এজিএম হবে আগামী ২৯ ডিসেম্বর।

শুধুই নগদ লভ্যাংশ

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস

এই কোম্পানি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ বা শেয়ারপ্রতি ১০ পয়সা দেবে। অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৮ পয়সায়।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। লভ্যাংশ অনুমোদনের জন্য এজিএম হবে আগামী ২২ ডিসেম্বর।

স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি

কোম্পানিটি ১০ শতাংশ নগদ শেয়ারপ্রতি ১ টাকা দেবে বিনিয়োগকারীদের। কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৮ পয়সায়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। আর লভ্যাংশ অনুমোদনের জন্য এজিএম হবে আগামী ২৯ ডিসেম্বর।

সামিট এলায়েন্স পোর্ট

শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ বা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫০ পয়সা দেবে কোম্পানিটি। এই সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস, অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের মিলিয়ে আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আর সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩৪ পয়সায়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর। আর তা অনুমোদনের জন্য এজিএম হবে আগামী ২৮ ডিসেম্বর।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন

এই কোম্পানিটিও ১০ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ১ টাকা দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বছর শেষে এর ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আর এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৬ পয়সায়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। চূড়ান্ত অনুমোদনের জন্য কোম্পানি এজিএম করবে আগামী ২৮ ডিসেম্বর।

বঙ্গজ লিমিটেড

বছর শেষে শেয়ারপ্রতি ২৬ পয়সা আয়ের বিপরীতে ৩ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ৩০ পয়সা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। একই সময়ে এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সায়। লভ্যাংশের পাওনাদার চূড়ান্ত করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। আর তা অনুমোদনের জন্য এজিএম হবে আগামী ২০ ডিসেম্বর।

লভ্যাংশ দেবে না যারা

তাল্লু স্পিনিং

লোকসানে থাকায় বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত এসেছে কোম্পানিটির পর্ষদ থেকে। আলোচিত সময়ে সহযোগী প্রতিষ্ঠানসহ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা। আর সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের জন্য কোম্পানি এজিএম করবে আগামী ২০ ডিসেম্বর।

গোল্ডেন সন

এই কোম্পানিও কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। কারণ আলোচিত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। আর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৪ পয়সায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের কোম্পানির এজিএম হবে আগামী ২৮ ডিসেম্বর।

মিথুন নিটিং

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধ থাকায় এই কোম্পানিও কোনো লভ্যাংশ দিতে পারবে না। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানি এজিএম করবে আগামী ২০ ডিসেম্বর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD