রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন




বর্ষসেরা উদ্যোক্তার স্বীকৃতি পেলেন আহসান খান চৌধুরী

বর্ষসেরা উদ্যোক্তার স্বীকৃতি পেলেন আহসান খান চৌধুরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ২:৫৯ pm
Ahsan Khan Chowdhury chairman PRAN RFL Group প্রাণ আরএফএল গ্রুপ চেয়ারম্যান আহসান খান চৌধুরী
file pic

করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখায় বর্ষসেরা উদ্যোক্তা’র (এন্টারপ্রেনার অব দ্য ইয়ার) স্বীকৃতি পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।

সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রথমবারের মতো ‘সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠিত হয়। সেখানে আহসান খান চৌধুরীর হাতে বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার তুলে দেয়া হয়। ।

অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের ১৬ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশো ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।

এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্র্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান আহসান খান চৌধুরী। তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত হলাম। আমরা আরও উৎসাহিত হবো। আমরা যেভাবে সম্মানিত হলাম, ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা সম্মানিত হবেন বলে আশা করছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD