করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখায় বর্ষসেরা উদ্যোক্তা’র (এন্টারপ্রেনার অব দ্য ইয়ার) স্বীকৃতি পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।
সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রথমবারের মতো ‘সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠিত হয়। সেখানে আহসান খান চৌধুরীর হাতে বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার তুলে দেয়া হয়। ।
অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের ১৬ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশো ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।
এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্র্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান আহসান খান চৌধুরী। তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত হলাম। আমরা আরও উৎসাহিত হবো। আমরা যেভাবে সম্মানিত হলাম, ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা সম্মানিত হবেন বলে আশা করছি।’