সুপার টুয়েলভে ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয় পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্যভাবে জিম্বাবুয়ের কাছে পরাস্ত হয় বাবর-রিজওয়ানরা। সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ার শঙ্কায় থাকা পাকিস্তান এখন ফাইনালে। আর শিরোপার লড়াইয়ে ভারতকে প্রতিপক্ষ হিসেবে চায় রিজওয়ানরা।
গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে পাকিস্তান। ম্যাচের পর মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘আমাদের ছেলেরা চাইছে ভারত ফাইনালে উঠুক। যদি সেটা হয়, পুরো বিশ্ব খেলাটা উপভোগ করবে।’
রিজওয়ানের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনও। তিনি বলেন, ‘অসাধারণ। আজকের রাতটি বিশেষ। আমরা ভারতের মুখোমুখি হতে চাই। আপনি কি কল্পনা করতে পারেন, যদি ইংল্যান্ডকে ভারত হারায় তবে মেলবোর্নে উন্মত্ত একটি দ্বৈরথ দেখতে পাবো।’
আজ দুপুর ২টায় অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।