বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:১১ অপরাহ্ন




মিম-রাজকে নিয়ে পরীমণির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে তোলপাড়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৫:২০ am
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। বর্তমানে সন্তান রাজ্যকে নিয়েই সময় কাটছে তার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী। বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমণি স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন।

যে পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। পরীমণি একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্ক বাণী দিয়েছেন।

পোস্টের প্রথম লাইনেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, রায়হান রাফি সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। ফেসবুক পোস্টটির পরের লাইনেই হালের জনপ্রিয় অভিনেত্রী মিমকেও কটাক্ষ করেছেন। মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একই পোস্টে নিজের স্বামী রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন।

তিনি লিখেছেন, এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি। কি কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন তা এখনও পরিষ্কার না। তবে নতুন ছবি দামালের প্রমোশনে রাজ-মিমের হাতধরা নিয়ে হিংসায় এমন আক্রমণাত্মক স্ট্যাটাস দিয়েছেন বলে ভক্তরা মনে করছেন।

এর আগে ১৩ই অক্টোবর ফেসবুকে আরও একটি পোস্ট দেন পরী। পোস্টে তিনি লিখেন, সিয়ামকে সিনেমার বাইরে কোনও নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে। এরপরই একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD