শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন




শীতে ত্বকের পরিচর্যায় তুলসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৭:৪১ am
Holy Basil Plant tulasī Ocimum Sanctum tulsi tulasi তুলসি তুলসী পাতা ঔষধিগাছ গাছ
file pic

শীত আসা মানেই ত্বকের নানা সমস্যা। এমন সময় ত্বকের যত্নে তুলসি ব্যবহার করতে পারেন। তুলসি দিয়ে তৈরি করা ফেসপ্যাক ব্যবহার করলে নানা উপকার মিলবে। সেসব ফেসপ্যাকের সন্ধান দিতেই আজকের এই লেখা।

তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের যত্ন নিয়ে তুলসি, লবঙ্গ এবং নিমপাতা একসঙ্গে বেটে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে ভালোমতো লাগিয়ে নিন। শুকোবার পর ধুয়ে ফেলুন। শীতে ত্বক থাকবে প্রাণবন্ত।

ত্বকের লাবণ্য ধরে রাখতে

তুলসী পাতার গুঁড়োর সঙ্গে ওটস গুড়ো ও এক চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকোবার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন।

ব্রণের সমস্যা সামলাতে

সারা বছরই ব্রণের সমস্যা থাকলেও শীতে তা যেন ভয়াবহ রূপ নেয়। শুষ্ক ত্বকের জন্য এই সমস্যা আরও ভয়াবহ আকার নেয়। সেজন্য নিমপাতা ও এক চামচ লেবুর রসের সঙ্গে তুলসীপাতা বেটে নিন। লাগানোর কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ব্রণ সামাল দেওয়ার কাজ সহজ হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD