প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে কয়েকটি জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওইসব এলাকায় যান চলাচলের জন্য কয়েকটি নির্দেশনাও দিয়েছে তারা।
যানজট এড়াতে কিছু এলাকা পরিহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি। নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে আজ কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকাগুলো পরিহার করতে বলেছে তারা।
এছাড়া সমাবেশে উপস্থিতদের গাড়ি পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠ, মলচত্বর, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ, ফুলার রোডের দুই পাশ, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ, পলাশী ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ, সবজি বাগান থেকে নেভাল গ্যাপ পর্যন্ত, সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত, হলি ফ্যামিলি হাসপাতালের গলি, নেভাল গেট এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশ, মিন্টো রোড ক্রসিং থেকে পুলিশ ভবন ক্রসিং ও দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশের এলাকাগুলোতে গাড়ি পার্কিং করতে পারবেন সমাবেশে আগতরা।