রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১২ অপরাহ্ন




আসছে অপূর্ব’র ৪ নাটক

আসছে অপূর্ব’র ৪ নাটক

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৬:২২ am
Ziaul Faruq Apurba model actor অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
file pic

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তাকে নিয়ে চারটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তরুণ নির্মাতা এস আর মজুমদার।

নাটকগুলোর নাম ‘কাগজের বিয়ে’, ‘কুড়িয়ে পাওয়া পদ্ম’, ‘ফুল ফুটানোর দিন’ ও ‘ভালোবাসার কয়েকটা দিন’।

নাটকগুলোতে অপূর্ব’র বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূর, কেয়া পায়েল, জাকিয়া বারী মম ও সাফা কবিরকে। ‘কাগজের বিয়ে’ নাটকটি আজ এলবিসি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং ‘কুড়িয়ে পাওয়া পদ্ম’ নাটকটি ১৭ই নভেম্বর সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। বাকি দুটি নাটক আসছে ভালোবাসা দিবসে প্রচারিত হবে।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD