রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন




ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন নেতানিয়াহু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ২:০৯ pm
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু
file pic

আবার ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্স জানিয়েছে, আগামী ২৮ দিনের মধ্যে তাকে মন্ত্রিসভা ঘোষণার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

রয়টার্সের খবরে বলা হয়েছে, আবারো দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন ৭৩ বছর বয়সী এ নেতা। গত বছর দুর্নীতির অভিযোগে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার আগে টানা ১২ বছর ইসরায়েলের শাসনক্ষমতায় ছিলেন তিনি।

তবে নতুন সরকারে প্রতিরক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কারা পাচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা। কারণ ইসরায়েলে এ দুটি দপ্তর সবসময়ই বিশেষ গুরুত্ব পেয়ে থাকে।

বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে চার বছরের কম সময়ের মধ্যে ৫টি নির্বাচন দেখেছে ইসরায়েল। সবশেষ গত ১ নভেম্বরের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নেতানিয়াহুর জোট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD