দেশবরেণ্য অভিনেতা আবুল হায়াতকে আজীবন সম্মাননা দিচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এই চ্যানেল কর্তৃক আয়োজিত প্রথম ‘দীপ্তি অ্যাওয়ার্ড-২০২২’। সেখানেই ৭৮ বছর বয়সী আবুল হায়াতের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে।৬০ বছরেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন আবুল হায়াত।
তিনি শুধু অভিনেতাই নন, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। তারই স্বীকৃতি হিসেবে অভিনেতাকে আজীবন সম্মাননা দিচ্ছে দীপ্ত টেলিভিশন।অনুভূতি জানিয়ে আবুল হায়াত বলেছেন, ‘একটা টেলিভিশন চ্যানেল থেকে যখন কোনো প্রাপ্তি আসে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এর আগে এটিএন বাংলা থেকে আজীবন সম্মাননা পেয়েছিলাম। এবার দীপ্ত টেলিভিশনের এই সম্মাননার ঘোষণা আমাকে আবেগাপ্লুত করেছে।’
প্রবীণ এই অভিনেতা আরও বলেছেন, ‘দীপ্ত টিভির কোনো নাটকে অভিনয় করেছি কিনা মনে নেই। তারপরও তারা আমার কাজের মূল্যায়ন করেছে, এতে আমি আনন্দিত। শুধু এটাই বলব, এক জীবনে অনেক কিছু পেয়েছি। যারা আমাকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন, সবার কাছে কৃতজ্ঞতা।’দীপ্ত টিভির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ১৮ নভেম্বর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২২’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।