শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন




আরও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ২:৫৬ pm
Bangladesh Police বাংলাদেশ পুলিশ
file pic

আলী হোসেন ফকির নামের পুলিশের আরও এক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়। তিনি বর্তমানে পুলিশের রাজশাহী রেঞ্জে ডিআইজি হিসেবে সংযুক্ত আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আলী হোসেন ফকির খুলনা তৃতীয় এপিবিএনের অধিনায়ক ও বর্তমানে খুলনা রেঞ্জে ডিআইজি হিসেবে সংযুক্ত। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত ৩১ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বিসিএস ৩০তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা উৎপল দত্তকে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত ছিলেন। ৬ নভেম্বর এই তথ্য জানাজানি হয়।

এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও শহিদুল্লাহ চৌধুরী।

পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি সাংবাদিকদের বলেন, দেশপ্রেম ও দক্ষতার ঘাটতি যাদের আছে, তাদের অবসরে পাঠানো হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD