‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত ফিফা বিশ্বকাপ একদম সন্নিকটে। তাই বিশ্বকাপে অংশ নিতে একে একে কাতারে পাড়ি জমাচ্ছে দলগুলো। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে পা রাখল লিওনেল মেসির আর্জেন্টিনা। বৃহস্পতিবার কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মেসিরা।দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। টানা ৩৬টি ম্যাচে অপরাজিত রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ মিশন শুরু করার আগে গত বুধবার সংযুক্ত আরত আমিরাতের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। পেয়েছে প্রত্যাশিত জয়। আরব আমিরাতকে হারিয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
এদিন দলের হয়ে জোড়া গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা অ্যাঞ্জেল ডি মারিয়া। জুলিয়ান আলভারেজ ও জুলিয়ান কোরেয়ার সঙ্গে একটি করে গোলের দেখা পেয়েছেন ফুটবলবিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। প্রস্তুতি ম্যাচ শেষে কাতারের উদ্দেশে পাড়ি জমিয়েছে আর্জেন্টিনা দল।আর্জেন্টিনার এটি তৃতীয় শিরোপা জয়ের মিশন। এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও তাদের দলটি বেশ শক্তিশালী। টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত মেসি বাহিনী।
বিশ্বকাপে আর্জেন্টিনার সুযোগ নিয়ে জানতে চাইলে ইউনিভার্সো ভালদানো শো’য়ে মেসি বললেন, ‘আজকাল সব জাতীয় দলের বিপক্ষে খেলা কঠিন। প্রত্যেক দল (বিশ্বকাপে) হতে যাচ্ছে কঠিন, তাদের সহজে হারানো যাবে না। ইউরোপিয়ান দলগুলোর (অপরাজেয় থাকার পথে) বিপক্ষে আমাদের অনেক বেশি ম্যাচ খেলা হয়নি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না, দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষেও খেলা কঠিন।উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’ তে থাকা অন্য দুটি হল মেক্সিকো ও পোল্যান্ড।