সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন




ব্রাজিলের বিপক্ষে ফাইনাল খেলতে চান রোনালদো

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ১২:৩২ pm
Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
file pic/ AFP

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগ মুহূর্তে নিজের ইচ্ছার কথা জানালেন সময়ের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানোর রোনালদো। ফাইনালে নেইমারের ব্রাজিলের বিপক্ষে নাকি খুব ইচ্ছা এই পর্তুগিজ সুপারস্টারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রোনালদো।

লন্ডনভিত্তিক ক্রীড়াবিষয়ক একটি ওয়েবসাইটকে কাতার বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান রোনালদো। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সত্যি বলতে, এটা একটা স্বপ্নের মতো।’

তবে রোনালদো যে কেবল মজাই করেছেন এমনটা নয়। এবারের বিশ্বকাপে দুর্দান্ত এক দল নিয়ে অংশগ্রহণ করছে পর্তুগাল। দলে রোনালদো ছাড়াও আছে ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা এবং রুবেন দিয়াজের মতো তারকারা।উল্লেখ্য, ১৯৬৬ সালের বিশ্বকাপে পর্তুগাল তৃতীয় হয়েছিল। এটাই তাদের সেরা সাফল্য। তবে ২০১৬ সালে রোনালদোর নেতৃদ্বে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগিজরা।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD