রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন




ইসরাইলে দূতাবাস খোলার ঘোষণা আজারবাইজানের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ১:৪৫ pm
Western Wall Al-Aqsa Al Aqsa Mosque Church Holy Sepulchre Tel Aviv ইসরায়েল ইসরায়েলি শেকেল জেরুসালেম ইহুদী তেলআবিব তেল আবিব ইসরাইল
file pic

ইসরাইলে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে আজারবাইজান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির পার্লামেন্ট শুক্রবার অনুমোদন দেয়ার পর এই ঘোষণা দেয়া হয়। যদিও আরও এক মাস আগে থেকেই ইসরাইলে দূতাবাস নির্মাণের কাজ শুরু করেছিল আজারবাইজান। তেল আবিবেই হতে যাচ্ছে এই দূতাবাস। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

খবরে জানানো হয়, এর আগে অনেক মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও আজারবাইজানই প্রথম শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এর আগে অবশ্য তেল আবিবে আজারবাইজানের পর্যটন অফিস ছিল। তাছাড়া দুই দেশের মধ্যে ৩০ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে ইসরাইল দূতাবাস স্থাপন করে ১৯৯৩ সালে। এর এতদিন বাদে এবার ইসরাইলেও দূতাবাস স্থাপনের ঘোষণা দিলো বাকু।

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ আজারবাইজানের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে আজারবাইজানকে গুরুত্বপূর্ণ সহযোগী বলে আখ্যায়িত করেন।

দেশটিতে ব্যাপক পরিমাণ ইহুদী রয়েছে বলেও এর প্রশংসা করেন তিনি। দূতাবাস খোলার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও উল্লেখ করেন লাপিদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD