বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন




রাজের সঙ্গে মিমের ভাঙনের সুর

রাজের সঙ্গে মিমের ভাঙনের সুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ৬:৪৩ am
Bidya Sinha Saha Mim actress model বিদ্যা সিনহা সাহা মিম মডেল অভিনেত্রী
file pic

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর রাজ-মিম জুটিকে নিয়ে কাজ করতে চাচ্ছেন প্রযোজক-নির্মাতারা। কিন্তু দু’জনের জুটি গড়ে ওঠার আগেই দেখা দিয়েছে ভাঙনের সুর! নির্মাতা আবু রায়হান জুয়েল তার নতুন সিনেমা ‘পথে হলো দেখা’য় বিদ্যা সিনহা মিমকে কাস্ট করেছেন। বিপরীতে তিনি শরিফুল রাজের কথা ভাবছেন। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও মিম সিনেমাটি করবেন না বলে নির্মাতাকে জানিয়েছেন।

আবু রায়হান জুয়েল বলেন, ‘পথে হলো দেখা’য় মিমকে প্রায় এক বছর আগে চুক্তিবদ্ধ করিয়েছি। রাজও স্ক্রিপ্ট দেখছেন। দু’দিন আগে মিমকে ফোন করলে তিনি জানান সিনেমাটি করছেন না। কেন কী কারণে তিনি করবেন না তা জানাননি। তবে সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে পরীমনি অভিযোগ আনেন। এরপরই মূলত শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের টানাপড়েনের শুরু।

বর্তমান পরিস্থিতিতে রাজ কাজটি করবেন কিনা? জানতে চাইলে জুয়েল বলেন, রাজের কাছ থেকে খুব পজেটিভ রেসপন্স পাচ্ছি না। এর আগে পরীমনিকে নিয়ে এই নির্মাতা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেন সিয়াম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD