সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৫:২২ am
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

সমাবর্তন মানে উচ্চ শিক্ষা সমাপ্তির আনুষ্ঠানিক স্বীকৃতি। আজ শনিবার দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন। তাই কালো গাউন আর ক্যাপ পরিহিত সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস।দীর্ঘ চার বছরের পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই ডিগ্রি গ্রহণের দিনটি গৌরবের, সফলতার, সামনে এগিয়ে যাওয়ার। তাই তো এই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে সচেষ্ট সবাই। মা-বাবা ও প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে রাখছেন তাঁরা।

ঢাবির সর্বশেষ সমাবর্তন হয় ২০১৯ সালে। করোনা মহামারির কারণে তারপর তিন বছর আর কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি।ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কয়েক দিন ধরে গ্র্যাজুয়েটদের আনাগোনায় মুখর ক্যাম্পাস। ঐতিহাসিক অপরাজেয় বাংলা, টিএসসি কিংবা কার্জন হলে ছবি তুলছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের স্মৃতিবিজড়িত হল, বিভাগের সঙ্গে নিজেকে ফ্রেমে যুক্ত করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক ও বন্ধু-বান্ধবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস জানান দিচ্ছেন। অনেকে বাবা-মাকে নিয়ে এসেছেন ক্যাম্পাসে। তাদেরও গাউন পরিয়ে ছবি তুলছেন।

সমাবর্তনে অংশগ্রহণকারী ফারিয়া আব্দুল্লাহ বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সময় সামনে। এই সময়টাকে পরিবার বন্ধু-বান্ধব সবার সঙ্গে ভাগাভাগি করে স্মরণীয় করে রাখতে চাই। মাজহারুল ইসলাম রবিন বলেন, এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে সাবেক হিসেবে আসতে হবে। এই বিদায়ের কষ্ট কিছু হলেও লাঘব করে সমাবর্তন। বন্ধুদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি করছি। একটি উৎসব উৎসব পরিবেশ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠান হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জঁ তিরোল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ (অনরিস কজা) ডিগ্রি প্রদান করা হবে।সমাবর্তনে ৩০ হাজারের বেশি গ্র্যাজুয়েট ও গবেষক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ১৩১ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, দু’জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD