বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন




বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখাবে যারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ১:০৪ pm
bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

প্রায় সাড়ে চার বছরের অপেক্ষা শেষে আবারও হাজির বিশ্বকাপ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ৩২ দল। বাংলাদেশ না খেললেও সব সময়ের মতো এবারও দেশজুড়ে বিশ্বকাপের উত্তাপ। প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স বা স্পেনের খেলা দেখতে মুখিয়ে বাংলাদেশের ভক্তরা। কিন্তু বাংলাদেশে বসে কাতার বিশ্বকাপের খেলা কীভাবে দেখবেন?

মাধ্যম আছে দুটি। টেলিভিশন ও মোবাইল অ্যাপ।

কাতার বিশ্বকাপের সব কটি ম্যাচ দেখাবে বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল। চ্যানেলগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানার বিটিভি, বেসরকারি মালিকানার দেশের একমাত্র ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টিভি।

এই তিনটি টিভি চ্যানেলের বাইরে টফি অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে।
সরাসরি খেলা দেখানোর পাশাপাশি চ্যানেলগুলোতে বিশ্লেষণমূলক অনুষ্ঠানও প্রচার করা হবে।

বাংলাদেশে বিশ্বকাপ দেখাবে যারা

১. বিটিভি
২. টি স্পোর্টস
৩. গাজী টিভি
৪. টফি অ্যাপ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD