সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন




সময় হলে অ্যাকশন, বিদেশি কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৩:২৯ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

বিদেশি কূটনীতিকেরা আচরণবিধি লঙ্ঘন করলে ‘সময় হলে’ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্যের বিষয়ে তিনি এ কথা বলেন।

বিদেশি কূটনীতিকেরা আচরণবিধি (কোড অব কনডাক্ট) মানছেন না। বাংলাদেশ কি তবে বিদেশি কূটনীতিকদের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে—এমন প্রশ্নের উত্তরে আব্দুল মোমেন বলেন, ‘আমেরিকার মতো দেশ তাদের নির্বাচনে (প্রেসিডেন্ট নির্বাচন) হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ২০-২১ জন কূটনীতিককে বের করে দিয়েছিল। এ ছাড়া আমেরিকার অভ্যন্তরীণ যেসব সংস্থা রাশিয়াকে সহযোগিতা করেছিল বলে তারা মনে করেছে, তাদের নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিয়েছিল।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা শক্তিশালী দেশ হওয়ায় এসব পদক্ষেপ সহজেই নিতে পারে। তবে আমাদের সেই শক্তি কিংবা সামর্থ্য নেই, তাই আমরা এ পদক্ষেপ নেইনি। তবে সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’

বিদেশি হস্তক্ষেপ কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না উল্লেখ করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান ও চিলির প্রসঙ্গ টানেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমার মনে হয়, এখনো আমাদের দেশের অনেকেরই নিজের দেশ সম্পর্কে সম্মানবোধের কিছুটা ঘাটতি রয়েছে। যেখানে বিদেশি এসেছেন, সেখানেই সমস্যা হয়েছে। এ জন্য আমাদের তাঁদের থেকে দূরে থাকতে হবে। তাঁদের কোনো পরামর্শ আমাদের কোনো প্রয়োজন নেই। তাঁরা বলতে পারেন, আমরা তা শুনতেই পারি। তবে কোড অব কনডাক্ট অনুযায়ী, তাঁরা যদি কিছু জানাতে চান, তাহলে আমাদের সরকারের কাছে জানাবেন।’

বিদেশি কূটনীতিকদের বক্তব্যের বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মিডিয়াকে আরও পরিপক্ব হতে হবে। অতীতে বিদেশিরা বিভিন্নভাবে প্রভাব ফেলতে চেষ্টা করেছেন, বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। যাদের পছন্দ হবে, মানুষ তাদেরই ভোট দেবে। জনগণের প্রতি আমার অগাধ বিশ্বাস। কারণ, তাদের রায় কখনো ভুল হয় না।’

বিএনপির উদ্দেশে আব্দুল মোমেন বলেন, ‘বিদেশিদের কাছে ধরনা না দিয়ে গ্রামে-গঞ্জে আমার দেশবাসীর কাছে যাওয়া দরকার। আমাদের বিরোধীদলগুলো বিদেশিদের কাছে না গেলে তাদেরও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে। বিরোধী দল বলেন, সরকার বলেন, দেশটা আসলে সবার। তারাও হয়ত অনেক সময় বিদেশিদের কাছে যেতে চায় না। কিন্তু অনেক সময় পথভ্রষ্ট হয়ে তাঁদের কাছে চলে যায়।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD