বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন




সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর: সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ১১:৩২ am
Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
file pic

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০-এর ফল প্রকাশ করা হবে আগামী ১৪ ডিসেম্বর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কয়েক ধাপে এ পরীক্ষা শেষ হয় গত জুলাইয়ে। এর আগে ২৪ নভেম্বর ফল প্রকাশের গুঞ্জন উঠলেও সেটি ঘটেনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সে সময় নিউজবাংলাকে বলেন, ‘সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি ছিল। তবে কিছু টেকনিক্যাল সমস্যায় তা সম্ভব হয়নি।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার নিয়োগের আলোচনা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর তাই বিজ্ঞপ্তি অনুসারে আপাতত ৩২ হাজার ৫৭৭ পদেই নিয়োগ দেয়া হবে।

পদসংখ্যা বাড়াতে বৃহস্পতিবার অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD