রাজনীতির মাঠে দেয়া খেলা হবে স্লোগানের পক্ষে নন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেছেন, এটি কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না।
শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা আজকাল একটা স্লোগান বের করেছি, খেলা হবে, খেলা হবে। আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান না, এটা রাজনৈতিক স্লোগান হতে পারে না। পলিটিক্সে মারপিট হবে, আমার বক্তব্য আমি দিব। কিন্তু কী একটা কথা, শুনতেও কেমন শোনা যায়, খেলা হবে, খেলা হবে। কেউ অসন্তুষ্ট হতে পারেন, তবে আমার বিবেক বলে এই স্লোগানটা এভাবে না দেয়া উচিত।
ঢাকায় বিএনপি’র সমাবেশের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই যে তারা একটা সমাবেশ করবে তারা বিশৃঙ্খলা করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। যুবলীগের কর্মীরা সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন যে কেউ যাতে আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এই যে আমাদের কর্ণফুলী টানেল, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, পায়রা বন্দর। এই উন্নয়নমূলক কাজগুলোকে ক্ষতি করার জন্যই এমন শুরু করেছে।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকবেন যাতে কেউ যেন দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আমরা রেসকোর্স ময়দান ছেড়ে দিয়েছি।
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন ছিল সেটা এগিয়ে আনা হয়েছে। কিন্তু তারা পল্টনেই করবে কারণ সেখানে কম লোক হলে বেশি লোক দেখায়।