মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন




ম্যাচ কঠিন হবে: মেসির সতর্কবার্তা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৬:৪৯ am
Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি
file pic: এএফপি

প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে তারা এসেছে শেষ ষোলোতে। আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত একটায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পোল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-০ গোলের জয়ে নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা। ওই ম্যাচে শুরুতে পেনাল্টি মিস করেছিলেন মেসি।

ওই পেনাল্টি মিস নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘পেনাল্টি মিস করে রাগ উঠেছি। তবে আমার ভুলের পর দল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আমরা জানতাম, একটা গোল হলে ম্যাচ বদলে যাবে।’

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া অপেক্ষাকৃত সহজই। এর আগে ৭ বার তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা, জিতেছে ৫ বারই। একটি ম্যাচে হেরেছে, ড্র হয়েছে এক ম্যাচে।

তবে মেসি কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখতে রাজি নন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে, সবার জন্যই সমান সুযোগ। আমাদের এমনভাবেই প্রস্তুতি নিতে হবে যেমনভাবে আর দশটা ম্যাচের জন্য নেই। আমাদের শান্ত থাকতে হবে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD