বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুইপাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত এগারোটার দিকে তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসন শর্তসাপেক্ষ মুক্তিতে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ফিরোজায় থাকছেন। বাড়ির সামনের রোডের দুইদিকে চেকপোস্ট বসানো হয়েছে। শায়রুল কবির খান জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে তিনি খবর পেয়েছেন চেকপোস্ট বসানো হয়েছে।
বিএনপির সূত্র জানিয়েছে, পুলিশের নিয়মিত অভিযান শুরু হয়েছে রাজধানীতে। এরই অংশ হিসেবে খালেদা জিয়ার বাড়ির সামনের সড়কের দুইদিকে বাড়তি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেগম জিয়ার বাসার রাস্তায় প্রবেশমুখে চেক পোস্ট বসিয়েছে পুলিশ।