সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন




দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন: চট্টগ্রামে প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৩:৩৩ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

দেশ ও জনগণকে বাঁচাতে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই, যাতে যুদ্ধাপরাধী ও খুনিরা আবার ক্ষমতায় এসে দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’ আজ রোববার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি প্রতিশ্রুতি চাই যে আপনারা অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেবেন এবং আমাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে বলুন, আপনারা নৌকায় ভোট দেবেন।’ এ সময় সমবেত জনতা দুহাত তুলে নিজেদের সম্মতি জানান।

যুদ্ধাপরাধী, খুনি ও জাতির পিতার খুনিদের পৃষ্ঠপোষক রাজনৈতিক দল জামায়াত-বিএনপি বাংলাদেশের মাটিতে যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বাবা–মা–ভাই সব হারিয়ে ফিরে এসেছি বাংলার মানুষের কাছে এ জন্য যে দেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খাবে, তাদের বাসস্থান হবে, চিকিৎসা হবে, শিক্ষা হবে, উন্নত জীবন পাবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী দেশ, সেই বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, আমরা যেন সেভাবে বাংলাদেশকে গড়তে পারি।’

১৫ আগস্টে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আর সেই সঙ্গে আপনাদের সহযোগিতা চাই, এই বাংলার মাটিতে আবার যেন ওই যুদ্ধাপরাধী, খুনির দল ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। কারণ, ওই জামায়াত-বিএনপি খুনির দল, যুদ্ধাপরাধীর দল, জাতির পিতার হত্যাকারীদের মদদ দানকারীর দল। এমনকি আমাকেও তো বারবার হত্যার চেষ্টা করেছে। কাজেই এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে আর যেন তারা এ দেশে ক্ষমতায় আসতে না পারে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ জেলা ইউনিট আয়োজিত সমাবেশে শেখ হাসিনা চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেগুলোকে তাঁর সরকারের উপহার হিসেবে বর্ণনা করেন।

প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই একমাত্র সরকার, যারা বন্দরনগরী চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন করেছে।

বাসস, চট্টগ্রাম




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD