বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন




মারাদোনাকে ছাড়িয়ে মেসি

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ১:১৭ am
Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi
file pic

ক্যারিয়ারে হাজারতম ম্যাচের উপলক্ষ গোল করে রাঙালেন লিওনেল মেসি। একই সঙ্গে কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় এককভাবে দুই নম্বরে জায়গা করে নিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শনিবার রাতে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫তম মিনিটে দলকে এগিয়ে নেন আর্জেন্টিনা অধিনায়ক।

ডান দিক দিয়ে ওঠা আক্রমণে আলেহান্দ্রো গোমেস ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মেসির শট রক্ষণে প্রতিহত হলেও বল আবারও যায় তাদের পায়ে। এরপর সতীর্থের পা ঘুরে বক্সে বল পেয়ে নিখুঁত শটে সামনে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা।

এতে একটি অপেক্ষাও ফুরাল ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে আসা ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের। বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম গোল করলেন তিনি।

সব মিলিয়ে বিশ্ব মঞ্চে তার গোল সংখ্যা হলো ২৩ ম্যাচে ৯টি। ২১ ম্যাচ খেলে ৮ গোল করেছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসির চেয়ে বেশি গোল আছে এখন কেবল গাব্রিয়েল বাতিস্তুতার, ১০টি।

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও এখন মেসি। ২০০৬ আসরের কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে ৩৩ বছর বয়সে গোল করেছিলেন রবের্তো আয়ালা।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক হাজার ম্যাচে মেসির গোল হলো ৭৮৯টি।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD