বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন




সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে: পরিকল্পনামন্ত্রী

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ১১:৪৭ am
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান mannan planning ministry পরিকল্পনা মন্ত্রণালয়
file pic

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে। এই চাপ ধীরে ধীরে কমে আসছে। একটি মহল চাইছে যেন চাপ না কমে। তারা শেখ হাসিনাকে সরাতে চায়। তিনি দেশের মানুষের ভোটে সরকার প্রধান। তাকে হঠানোর ক্ষমতা দেশের জনগণ ছাড়া আর কারো নেই। দেশকে এগিয়ে নেবার জন্য, দেশের মর্যাদা বাড়ানোর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন আছে।

রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। দেশের মানুষের ভোগ্যপণ্য যখন যা লাগবে বিদেশ থেকে আমদানি করা হবে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহসহ বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন ও সিলেট সদর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন সময়ে আটককৃত প্রায় ১২ কোটি টাকার মদ, গাঁজা, ইয়াবাসহ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD