সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন




শাকিব-অপু নিয়ে মুখ খুললেন বুবলী (ভিডিও)

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩ am
Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের অতীত-বর্তমান নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন নায়িকা শবনম বুবলী। তবে সেটা বাস্তবায়ন আর করেননি। সবাই প্রায় ধরেই নিয়েছিলো, হয়ত দ্বন্দ্ব মিটমাট করে নিয়েছেন তারা। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বুবলী। দীর্ঘ এক ভিডিও বার্তায় তিনি শাকিব খানের সঙ্গে তার নিজের এবং নায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

ক্যারিয়ারের প্রথম পর্যায়ের কথা টেনে বুবলী বলেন, আমি ২০১৬ থেকে কাজ করছি। শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার স্বামী, তার সঙ্গে আমি কাজ শুরু করি বা সুযোগ পাই। উনি আমাকে মেন্টর হিসেবে গাইড করতেন। ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা। ওই সময়ে আমি কেন, পুরো বাংলাদেশের কেউ কি জানতেন ওনার আগের কোনও সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউই জানতাম না। এ কারণেই সম্পর্কে জড়াই আমি।

এছাড়াও শাকিব ও অপু নিয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন ভিডিও বার্তায়।
ভিডিও- https://fb.watch/hc_ISolc9Z/




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD