শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন




১০ ডিসেম্বরকে ঘিরে প্রস্তুত রয়েছে র‌্যাব

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১১:১৯ am
M Khurshid Hossain Director General of Rapid Action Battalion RAB র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব ডিজি এম খুরশীদ হোসেন
file pic

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ঢাকা বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই সমাবেশকে ঘিরে যেকোনও ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ‘সমাবেশকে ঘিরে যদি উদ্ভূত কোনও পরিস্থিতি তৈরি হয়, সেটার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড ও হেলিকপ্টার ইউনিটসহ সব ব্যাটালিয়নকে প্রস্তুত রাখা হয়েছে। নাশকতার পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য সাদা পোশাকেও থাকবেন র‍্যাবের গোয়েন্দা সদস্যরা।’

১০ ডিসেম্বর সমাবেশ ঘিরে র‍্যাবের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘দেশে এখন সুষ্ঠু-স্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। সরকারি ও বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে। র‍্যাব সাধারণত জঙ্গি দমন, সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে আস্থা অর্জন করেছে।’

দেশের রাজধানী হিসেবে ঢাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, বিদেশি স্থাপনা ও হাইকমিশন রয়েছে। ঢাকা শহরের নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। শুধু এই জনসমাবেশ ঘিরে নয়, র‌্যাব সবসময় জনগণের জান-মালের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ দেশের ভাবমূর্তি যেন কখনও বিদেশিদের কাছে ক্ষুণ্ন না হয়, সেদিকে সচেষ্ট থাকে। যেকোনও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের সব ইউনিট প্রস্তুত রয়েছে।’

বিএনপির জনসমাবেশ ঘিরে র‍্যাবের পক্ষ থেকে রুটিন পেট্রল থাকবে, চেকপোস্ট থাকবে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সেখানে কোনও ধরনের নাশকতা বা সহিংসতা হয় কিনা, তা নজরদারিতে রাখা হবে। র‌্যাবের গোয়েন্দারাও সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করছে। সেখানে কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে নাশকতা করার চেষ্টা করছেন কিনা, সেটা নিয়েও কাজ করেছে সংস্থাটি। আমরা মনে করি, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই চলবে। কোনও পরিস্থিতি সৃষ্টি হলে, সেটা মোকাবিলা করার জন্য র‌্যাব প্রস্তুত রয়েছে।’




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD