শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন




রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৪:০৭ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic/Reuters

বাংলাদেশের অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মুখে থাকলেও রেমিট্যান্স ও রপ্তানি আয়ে সেটি আবার ঘুরে দাঁড়াচ্ছে। এর মাধ্যমে দ্রুতই সংকট কাটিয়ে ওঠা যাবে। চলতি বছর দক্ষিণ-এশিয়ার দেশগুলো সংকট মোকাবিলায় হিমশিম খেলেও ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। সোমবার (৫ ডিসেম্বর) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, পণ্য রফতানি খাতে প্রথমবারের মতো বাংলাদেশ নতুন মাইলফলক ছুঁয়েছে। গত নভেম্বর মাসে রফতানি আয় হয়েছে প্রায় ৫০৯ কোটি ডলার। এটি গত বছরের নভেম্বরের তুলনায় ২৬.০১ শতাংশ বেশি। আগের মাসেই তথা অক্টোবরেই যা ছিল ৪৩৫ কোটি ৬০ লাখ ডলার।

একই সঙ্গে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রার আরেক গুরুত্বপূর্ণ উৎস রেমিটেন্স প্রবাহও বেড়েছে। নভেম্বর মাসে ১৫৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা; যা গত বছর নভেম্বরে ছিল ১৫৫ কোটি ডলার। আগের মাসে অর্থাৎ অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। অর্থাৎ আগের মাসের তুলনায় নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ কিছুটা বেড়েছে।দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন নিম্নমুখীর দিকে ঠিক তখন গুরুত্বপূর্ণ দুই খাত রফতানি আয় ও রেমিটেন্স বেশ আশাবাদী করে তুলেছে।

গত বছর ২০২১ সালের আগস্ট মাসেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন তথা ৪ হাজার ৮০০ কোটি ডলার। কিন্তু চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ তা ৩৩.৭৮ বিলিয়ন ডলারে নেমে আসে।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর হিসাব পদ্ধতিতে রিজার্ভ আরও কিছুটা কমেছে। এখন প্রকৃত রিজার্ভের পরিমাণ ২৫.৭৮ বিলিয়ন ডলার। যা আগামী ছয় মাসের জন্য আমদানি ব্যয় মেটাতে যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বাজেট সহায়তা হিসেবে আইএমএফের পক্ষ থেকে ৪.৫ বিলিয়ন ডলারের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ।

চলতি বছরের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। বিশ্ব বাজারে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধির কারণে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে। যার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত কমে যায়।

ইতোমধ্যে ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশকে পেছনে ফেলে বাংলাদেশ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। গ্লোবাল ম্যানেজমেন্ট কনসালটিং ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) এক সমীক্ষা মতে, আগামী এক-দুই দশকে এক ট্রিলিয়ন তথা এক লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে বাংলাদেশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD