শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন




বিএসএফের বিরুদ্ধে ২ বাংলাদেশি আটকের অভিযোগ

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১১:৩৭ am
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএসএফের বিরুদ্ধে দুই বাংলাদেশি যুবককে আটকের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৫ নম্বর মেইন পিলার থেকে তাদের আটক করা হয়।

ওই দুজন হলেন হরিপুরের ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া ভাঙ্গামনি গ্রামের ২৫ বছর বয়সী জয়নুল ও মুনিরুল।

ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব চৌধুরী জানান, বুধবার সন্ধ্যার দিকে ওই দুই যুবক সীমান্তের দিকে গেলে ১২১-ব্যাটালিয়ন কুয়ালিগড় বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এ বিষয়ে বিজিবি জানায়, তারা বিষয়টি শুনেছে। এ নিয়ে খোঁজখবর করছে।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD