শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন




বিশ্বকাপ জিতলেই মেসি হবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ৩:০৪ pm
Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি
file pic

১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর থেকে দীর্ঘ ৩৬ বছরে সোনালি ট্রফি ঘরে নিতে পারেনি আলবিসেলেস্তেরা। মেসির হাত ধরে ২০১৪ বিশ্বকাপে ট্রফি খুব কাছ থেকে ছিটকে যাওয়া আকাশি নীলদের চোখ এবার শিরোপায়। দল নিয়ে বেশ আশাবাদী আকাশি-নীলদের নেতা লিওনেল মেসি।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরি।স্প্যানিশ এক পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেন, মেসির হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় পুরো দেশ। বিশ্বকাপ জিতলেই মেসি হবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ১৯৯৩ সালের ২৮ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের খরা কাটে মেসির হাত ধরেই। এবার মেসির হাতেই আর্জেন্টিনা বিশ্বজয় করবে এমন আত্মবিশ্বাস মরিসিও ম্যাকরির।

সাক্ষাৎকারে তিনি বলেন, এবার পুরো দলটা এ বিশ্বকাপ ভীষণ উপভোগ করছে। এর কৃতিত্ব কোচ স্কালোনির প্রাপ্য। আসরে পাঁচ-ছয়টি দল সেরা। তাই যে কোনো কিছু ঘটতে পারে। ফ্রান্স ও ব্রাজিল এগিয়ে থাকলেও জিততে ভাগ্য কিছুটা হলেও সহায় থাকতে হবে।আসরের আয়োজক কাতারের মানুষও মেসির হাতেই কাপ দেখতে চান বলেও মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক এই প্রেসিডেন্ট।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD