বুধবার, ১৮ জুন ২০২৫, ১২:৩২ অপরাহ্ন




যুক্তরাজ্যের অংশীদারিত্ব চায় এফবিসিসিআই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১:৫১ pm
FBCCI President Md. Jashim Uddin Md Jasim Uddin জসিম উদ্দিন Federation of Bangladesh Chambers of Commerce & Industries বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি
file pic

লন্ডনে আয়োজিত বাংলাদেশ-ইউকে বাণিজ্য ও বিনিয়োগ বৈঠক ২০২২ এ অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থা খাতে অংশীদারত্বমূলক উদ্যোগ জরুরি। কৃষি, শিল্প ও সেবা খাতে প্রযুক্তিগত সহায়তাসহ যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন।’

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের অংশীদারত্ব চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সংগঠনটি বলছে, দেশে আধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় সরবরাহ ব্যবস্থাকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি কৃষি ও শিল্প উৎপাদন এবং সেবা খাতে উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাতে হবে। এসব ক্ষেত্রে যুক্তরাজ্যের অংশীদারত্ব প্রয়োজন।

বুধবার লন্ডনে আয়োজিত বাংলাদেশ-ইউকে বাণিজ্য ও বিনিয়োগ বৈঠক ২০২২ এ অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ কথা বলেন।

বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করে চলেছে। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থা খাতে অংশীদারত্বমূলক উদ্যোগ জরুরি। কৃষি, শিল্প ও সেবা খাতে প্রযুক্তিগত সহায়তাসহ যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন।’

বাংলাদেশে জ্বালানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, প্লাস্টিক ও পেট্রো-কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, মানবসম্পদ উন্নয়নসহ আর্থিক সেবা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জসিম উদ্দিন বলেন, ‘সরকার এবং ব্যবসায়ীদের অংশীদারত্বমূলক পদক্ষেপের মাধ্যমে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদার হবে।’

বৈঠকে এফবিসিসিআই সভাপতি জানান, ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরের মার্চে বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩ এর আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই। যেখানে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা এবং বিনিয়োগ সম্ভাবনাকে উপস্থাপন করা হবে। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য সরকার এবং ব্যবাসয়ীদের আমন্ত্রণ জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD