শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন




১০ ডিসেম্বর গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে, মালিক সমিতির বিজ্ঞপ্তি

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ৩:০১ pm
পরিবহন TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট
file pic

ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে আগামী ১০ ডিসেম্বর গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক নেতাদের এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।সভায় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার সব পরিবহন কোম্পানির প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন।

সভা শেষে সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, আজকের সভায় গাড়ি চলাচল বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে অন্যান্য বিভাগীয় সমাবেশের আগে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিকরা। এর ধারাবাহিকতায় বিএনপির ঢাকা সমাবেশের আগেও ধর্মঘট ডাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD