শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন




নতুন সিনেমায় আরিফিন শুভ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ১:৫০ pm
Arifin Shuvoo film actor নায়ক আরিফিন শুভ arifin shuvo
file pic

নানা চমকে নতুন বছর শুরু করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। কদিন আগেই জানা গেছে, মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার তার নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৭১। ‘দেবী’ খ্যাত আলোচিত পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভ।

এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা; প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।

আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা তিনটি। আর ভালবাসা দিবসে মুক্তি পাবে আরিয়ান পরিচালিত নাম ঠিক না হওয়া রোমান্টিক সিনেমাটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD