আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গণ অধিকার পরিষদের আয়োজিত মিছিল ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে।
পল্টনের বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সেমিনার শেষে শুক্রবার বিকেলে মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা।
সংগঠনের সদস্যসচিব নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে পৌঁছালে পল্টন থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ তৎপর হয়ে দুই পক্ষকে দুদিকে সরিয়ে দেয়।
এরপর মিছিল নিয়ে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে ফিরে সমাবেশ করে গণ অধিকার পরিষদ।
বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা র্যালির আয়োজন করেছিলাম। এতে হামলার চেষ্টা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। শেষ নিশ্বাস পর্যন্ত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’
জনগণের মুক্তির জন্য লড়াই ছাড়া আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।’
বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গণ অধিকার পরিষদের মিছিলে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন পল্টন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম চৌধুরী পিয়াল।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘দুপুর ২টা থেকে আমরা গুলিস্তানে ছিলাম। আমরা ওই দিকে ছিলাম না। কে কী ঘটাইছে আমি জানি না।
‘ওখানে আমাদের যারা ছিল তারা শান্তভাবেই ভিতরে এবং জাতীয় পার্টির অফিসের দিকে অবস্থান করছিল।’