শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন




অনন্ত-বর্ষা বগুড়ায় কেন?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১:৪৯ pm
Afiea Nusrat Barsha actress আফিয়া নুসরাত বর্ষা অভিনেত্রী মডেল MA Jalil businessman actor মো আব্দুল জলিল এমএ জলিল অভিনেতা ব্যবসায়ীAnanta Jalil অনন্ত জলিল অনন্ত-বর্ষা অনন্ত বর্ষা
file pic

আলোচিত নায়ক অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’ মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছিল প্রেক্ষাগৃহে। এবার তিনি নাম লিখিয়েছেন নতুন সিনেমায়। কয়েকদিন আগে জমকালো আয়োজনের মাধ্যমে এফডিসিতে এ ছবির মহরত করা হয়।

ইতিমধ্যে ‘কিল হিম’ শিরোনামের এ সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল প্রথম মহরতের শুটিং করার উদ্দেশ্যে সম্প্রতি অনন্ত এবং বর্ষাকে সঙ্গে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

নায়িকা হিসেবে বরাবরের মতো এবারো অনন্তের বিপরীতে দেখা যাবে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। এ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।

ইকবাল বলেন, গত ৩রা সেপ্টেম্বর ‘কিল হিম’ সিনেমার মহরত করা হয়। এরপর এর প্রি-প্রোডাকশনের কাজ করেছি। ফাইনালি আগামী ১৩ই ডিসেম্বর থেকে বগুড়ায় এর দৃশ্যধারণ শুরু হবে। ৫ই জানুয়ারি পর্যন্ত একটানা শুটিং করবো।

দীর্ঘ ৮ বছর পর গত পবিত্র ঈদুল আজহায় ‘দিন দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল। এদিকে অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটির শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD