বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন




চমক নিয়ে আসছেন নায়িকা কেয়া

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১:২৬ pm
Sabrina Sultana Keya actress model সাবরিনা সুলতানা কেয়া অভিনেত্রী মডেল
file pic

সিনেমায় অভিষেক হওয়ার পরেই চমক সৃষ্টি করেছিলেন নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বেশি কিছু সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।

এর মধ্যেই আড়ালে চলে যান নায়িকা। গত কয়েক বছর বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হচ্ছেন।

বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ নায়িকা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা।

সম্প্রতি তার অভিনীত ‘কথা দিলাম’ নামের একটি সিনেমার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। সব ঠিক থাকলে ২০২৩ সালের ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি চমক দেখাবে দর্শকদের।

রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ। এরই মধ্যে এ সিনেমার প্রচারণাও শুরু হয়েছে। নতুন এ সিনেমা প্রসঙ্গে সাবরিনা সুলতানা কেয়া বলেন, ‘এ সিনেমার গল্প অসাধারণ। এতে আমার চরিত্রও গতানুগতিকের বাইরে। বলা যায় এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। শুটিংয়ের সময়ও কোনো কিছুর ঘাটতি ছিল না।

সহশিল্পীরাও সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’ এ ছাড়া কেয়া একাধিক নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি। শিগ্গির নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন বলেও জানিয়েছেন এ নায়িকা।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD