বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন




সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১১:৩৯ am
class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic Primary High school Class Students Student institution Education COLLEGE admission circular মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুল স্কুলে ভর্তি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় মাউশি
file pic

দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আজ সোমবার (১২ ডিসেম্বর) ভর্তির লটারি হবে। দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হবে লটারি। এসময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে ফল।

এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি হওয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে ১২ ডিসেম্বর করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এদিকে বেসরকারি স্কুলগুলোর (মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়) লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)। এদিনে বিকেল ৩টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে লটারি।

যেভাবে ফল দেখা যাবে

প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।

যেমন- GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে রয়েছে ৮০ হাজার ৯১ আসন।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD