বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬ এমপি পদত্যাগ করেছেন। রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তবে দেশের বাইরে থাকায় পদত্যাগ করতে পারেননি জাতীয় সংসদের আলোচিত এমপি ও বিএনপি’র যুগ্ম মহাচিব মো. হারুনুর রশীদ। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় আছেন।
দলের সিদ্ধান্তে আগামী ২০শে ডিসেম্বর দেশে ফিরে পদত্যাগ করবেন বলে জানিয়েছন চাঁপাই নবাবগঞ্জ সদর আসনের এ এমপি।
এমপি হারুনুর রশীদ মানবজমিনকে বলেন, আমি জরুরি কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আগামী ২০ তারিখ দেশে ফিরে পদত্যাগপত্র জমা দিবো। তিনি আরও বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করছি।
গণতান্ত্রিক লড়াইয়ের প্রথম ধাপ এটি। ১০ই ডিসেম্বর ঢাকার সমাবেশে যে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে সবগুলো এখন বাস্তবায়নে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। তবে দলের ক্রান্তিকালে বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ এমপি কেন বিদেশে।
ছিলেন না রাজশাহীর বিভাগীয় সমাবেশেও। এ নিয়ে সব মহলে ব্যাপক সমালোচিত হন তিনি।
তাকে নিয়ে ক্ষুব্ধ তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু পদত্যাগের খবরকে ইতিবাচক হিসেবেই দেখছেন তৃণমূল বিএনপি’র নেতাকর্মীরা। তারা বলছেন, এমপিরা পদত্যাগ করে তৃণমূলের নেতাকর্মীদের আস্থা অর্জন করেছে। এখন আন্দোলনের সময়। Mzamin